Home Blog

বন্যার্তদের পাশে না’গঞ্জের তরুন শিক্ষার্থীরা

বাংলাদেশের প্রায় ১১ টি জেলা বন্যাকবলিত। এমন সময় বন্যা যখন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতন হয়েছে। রাষ্ট্র তার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনি। কিন্তু বাংলাদেশ মানুষ এই পরিস্থিতিতে সংবদ্ধ হয়ে বন্যাকবলিতদের জন্য এগিয়ে এসেছেন। যে কোনো দুর্যোগে দেশের অপ্রতিরোধ্য শিক্ষার্থীরা যে মানুষের পাশে দাঁড়ায় এবং এমনটি এ দেশের অন্যতম সৌন্দর্য বসে নেই শিক্ষার্থীরা। বন্যা পরিস্থিতিতে দেশে ও দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তেমনি এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জে বসবাসরত বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয় পড়–য়া তরুন শিক্ষার্থীরা। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ফান্ড সংগ্রহ করেছে তারা। সর্বশেষ তথ্যমতে প্রায় দেড় লক্ষাধিকটাকার ফান্ড সংগ্রহ করে লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জের বন্যাকবলিত গ্রামের প্রায় ১০০ পরিবারে ত্রান সহায়তা প্রদান করেন তারা।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক  সাজ্জাদ হোসেন বলেন, আমরা সারাদিন বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী ও ফান্ড কালেক্ট করছি। তারপর সারারাত প্যাকেজিং করে সকালে ট্রাকে করে বন্যার্তদের কাছে তা পাঠিয়ে দিচ্ছি। এখনো আমাদের কাছে অনেক ত্রাণ আসতেছে, আমরা যথাসম্ভব দ্রুত সব ত্রাণই জায়গামতো পাঠানোর চেষ্টা করছি।

বন্দর মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মেধার ভিত্তিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া নাজমুল হাসানসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসা।

মঙ্গলবার (১১ই জুন) বেলা ১১ টায় মাদরাসার নিজস্ব অডিটরিয়ামে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

মাদরাসার গর্ভনিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে এবং উপাধাক্ষ মোঃ শহিদুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি,নারায়ণগঞ্জ) হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভুমি,বন্দর)মনিষা রানী কর্মকার, বন্দর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার গর্ভনিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী,কর্মচারী,অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ  শেখ মোঃ আতিক উল্লাহ

বক্তাগণ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক উপদেশ দিতে গিয়ে বলেন ‘‘ সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্যে দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে দেশের হাল ধরবে এবং নারায়ণগঞ্জকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। মাদরাসা শিক্ষার্থীরা অন্যান্যের থেকেও বেশী মেধাবী এবং চৌকস। মাদরাসার এই সাফল্য ধরে রাখার জন্য তোমাদের প্রচুর পড়াশোনার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে স¥ার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হয়ে উঠতে হবে।

 

বন্দরের দক্ষিন ঘাড়মোড়ায় মাকসুদের উঠান বৈঠক

বন্দর প্রতিনিধিঃ গত শুক্রবার ৩ ই এপ্রিল বিকাল ৪টায় দক্ষিন ঘাড়মোড়া: বালুর মাঠে মোঃ সিফাত সরদার এর সভাপতিত্বে মাকসুদ হোসেনের উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে মাকসুদ হোসেন তার বক্তব্যে বলেন আমি এখানে নির্বাচন করতে নেমেছি কারো নামে বদনাম করতে নয়,এবং কারো হমকি ধমকি কে ভয় পাবেন না কারো রক্ত চক্ষুকে ভয় পাবেন না আমরা নেমেছে নির্বাচন করার জন্য, কারো সাথে যুদ্ধ করার জন্য নয়। আমি নির্বাচনে অংশ নেওয়াতে তাদের আজ ঘুম ভাঙছে। আপনাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন তা না হলে কোনদিন সম্ভব হতো না। তাই আগামী ৮ তারিখ সকালে আপনাদের ফ্যামিলিদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন এবং আমি আবারও বলছি প্রধানমন্ত্রী অবাধ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে তাই আসুন কারো কথায় কান না দিয়ে আমাদের নিজেদের দায়িত্বে পালন করবেন এবং ভোটার দের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। একটি করে আনারস ভোট দিবেন

এ সময় অন্যদের মাঝে আরো বক্তব্য প্রদান করেন অনুপম,আকবর হোসেন,শিপন রানা মহিলানেত্রী আই ভি, নাসির উদ্দিন, চাঁন শিপন ও ইসলাম মিয়া প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মহান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হাসানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।  ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তরুন কামরুল দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং পাক বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সফল অভিযান করেন। ২০১৯ সালের ২৩ জানুয়ারী শহরের ইসলামি হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি।

মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৬ বছর। পেশায় ছিলেন সোনালী ব্যাংক কর্মকর্তা,পাশাপাশি সম্পৃক্ত ছিলেন আওয়ামীলীগের রাজনীতিতেও। তিনি শাহী মসজিদ এলাকার মৃত আবুল কাশেমের বড় ছেলে এবং বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ এবং যুবলীগ নেতা শামসুল হাসানের বড় ভাই।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মেয়ে শারমিন আক্তার ফারিহার উদ্দ্যেগে রুহের মাগফেরাত কামনার্থে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ফযর নামায পর পবিত্র কোরআন তিলোয়াত, বাদ যোহর দোয়ার অনুষ্ঠান ও গরীব ভোজ, বাদ আসর জিকির, কবর জিয়ারত সহ স্মরনসভার আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এ মুক্তিযোদ্ধা পরিবার।

 

 

মঙ্গলবার থেকে ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হবে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। অঞ্চল ভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হচ্ছে। এতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার চার লাখ ছয় হাজার ৩৬৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন) মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ৪২ হাজার ১৪৯টি ভোটকেন্দ্র ধরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, এতে ভোটকক্ষ ধরা হয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৬৫ জন।

বন্দর থানা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন ৩ পেশাদার সাংবাদিক

বন্দর প্রতিনিধি:  বন্দর থানা প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ পেলেন পেশাদার ৩ সাংবাদিক। ১১ ডিসেম্বর সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়।

পদপ্রাপ্তরা হচ্ছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর বন্দর প্রতিনিধি সুমন হাসান,জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ মনির হোসেন ও দৈনিক অগ্রবাণী পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ শামীম।

সদস্য পদ পাওয়ায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বন্দর থানা প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া। এ সময় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,অর্থ সম্পাদক নূর-এ-আজাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিতু মোর্শেদ ও আকরাম হোসেনও উপস্থিত ছিলেন।

বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সেন্টু, সম্পাদক সাইদ

নিজস্ব সংবাদদাতা : বন্দর থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৫) ঘোষণা করা হয়েছে। কোন পদে কোন প্রতিদ্বন্ধী না থাকায় ২৪ নভেম্বর শুক্রবার বেলা ১১ টায় বন্দর উপজেলা পরিষদ সংলগ্ন ক্লাবের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা প্রধান নির্বাচন কমিশনার এম আর হায়দার রানা। এতে সার্বিকভাবে সহায়তা করেন নির্বাচন কমিশনার হাফেজ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী। কমিটিতে দৈনিক বিজয় পত্রিকা ও ডেইলী বিজয় টুয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু সভাপতি ও দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদের মধ্যে মোঃ ফিরোজ খান সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক সহ-সভাপতি শাকির আহমেদ বাপ্পী যুগ্ম সম্পাদক,মঞ্জুর আহমেদ মুন্না সাংগঠনিক সম্পাদক  ,নূর-এ-আজাদ অর্থ সম্পাদক,মিতু মোর্শেদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,মোহাম্মদ হোসেন সমাজ কল্যাণ সম্পাদক এবং নাজমুল হাসান আবির প্রচার ও দপ্তর সম্পাদক,খান সোহেল,শ্যামল কুমার দাস,নজরুল ইসলাম নয়ন,এড. আল আমিন মোল্লা,আল আমিন জাহান মুন্সি কার্যকরি সদস্য হিসেবে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সদস্য যথাক্রমে মাহমুদুল হাসান,রতন ভূইয়া, বিমল চন্দ্র ঘোষ,ইমরান হোসাইন আকাশ,মোঃ মনির হোসেন,সোহেল ইসলাম,সামসুন্নাহার তৃষা,তাসলিমা আক্তার পপি,মোহাম্মদ হাসান,আকরাম হোসেন প্রমুখ।
করে।

রাজশাহীতে একদিনেই মিলবে ভারতের চিকিৎসা ভিসা

সহজে ও দ্রুত সময়ের মধ্য রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন। আাগামী রবিবার থেকে ভারতীয় সহকারী হাইকমিশনে আবেদনকারীর কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই তাদের মেডিকেল ভিসা দেওয়া হবে। সহকারী হাইকমিশনার মনোজ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার থেকে যাদের ভিসা আবেদন পেয়েছেন, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাচ্ছেন। এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার বলেন, ‘আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতের যে কোনও ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তার কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার থেকে এ দফতরে কাগজপত্র যাওয়ার পরের কার্যদিবসেই মিলছে মেডিকেল ভিসা।

মদের বারে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক


  মদপানের পর বিল চাওয়ায় বারে ব্যাপক  হামলা  ও ভাঙচুর  করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে রাজধানীর   মহাখালীর জাকারিয়া বারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় আনুমানিক ১ টার দিকে জাকারিয়া বারে মদ্যপানের পর বিল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের হামলা ও বারে প্রচুর ভাঙচুর চালানো হয় এবং এক পর্যায়ে  বার হতে  প্রচুর মদ ও বিয়ারের বোতল হাতে রাস্তায় বের হতে দেখা যায় তাদের।

রাস্তায় জনসম্মুখে মদ পান করে মাতলামি অবস্থায় রাস্তায় গাড়ি আটকিয়ে চাদা দাবী , চাঁদা না পেলে ভাঙচুর করতে দেখা যায় তাদের। এ রকম পরিস্থিতিতে কিছু জন সাধারণ মানুষ ভিডিও ধারন করতে লাগলে তাদের লাঠি পেটা করারও অভিযোগ পাওয়া যায়।

খবর পেয়ে বনানী থানার দায়িত্বরত পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনে। বিষয়টি নিয়ে বারের ম্যানেজারের সাথে কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই বিষয়ে বনানী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বনানী থানার ওসি

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

[ad_1]

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভারতে পাচারের সময় চোরাকারবাবির ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রাম থেকে এ সব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।

৫৩ বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বিজিবি সদস্যরা বাখের আলী গ্রামে ওঁৎ পেতে বসে থাকেন। এ সময় একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বারসহ ব্যাগটি ফেলে সেখানে থাকা কাশবনে পালিয়ে যান চোরাকারবারি।

লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ওই এলাকা চরাঞ্চল হওয়ায় ঘন কাশবনে বেষ্টিত। এছাড়া বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চলই প্লাবিত। যে কারণে চোরাকারবারিকে ধাওয়া করার পর তিনি হাতের ব্যাগটি ফেলে ঘন কাশবনের মধ্যে লুকিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

[ad_2]

ড. এম ওয়াজেদ মিয়ার নামে হচ্ছে নাটোর কৃষি বিশ্ববিদ্যালয়

[ad_1]

নাটোর প্রতিনিধি:

নাটোরে ড. এম ওয়াজেদ মিয়ার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে মন্ত্রিপরিষদ আইনের খসড়ার অনুমোদন দেওয়ায় আনন্দে ভাষছে উত্তরের জেলা নাটোর। সোমবার (২৮আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁইঞা বলেন, বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনের খবরটি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্যারের এই বিষয়ে এক ব্রিফিং করেছেন স্যারের দিক নির্দেশনা মত এই কাজ দ্রুত বাস্তবায়ন হবে। নাটোরবাসির সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি। শিক্ষার শহর হবে নাটোর।

নাটোরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে স্থাপনের অনুমোদন দেওয়ায় উচ্ছসিত এ জেলার মানুষ। বিশ্ববিদ্যালয়টি স্থাপন সম্পন্ন হলে উচ্চ শিক্ষার দার খুলে যাবে, বাড়বে শিক্ষার হার। সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে উত্তরের জনপদ খ্যাত এই জেলা।

এ বিষয়ে অনুভূতি জানাতে গিয়ে নাটোরের প্রবীণ শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র (অলোক) বলেন, এটা তো আমাদের জন্য বড় একটি আনন্দের বিষয়। আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিলো নাটোরে বিশ্ববিদ্যালয় হবে সেটা আজ আমাদের খুশির বার্তা নিয়ে আসছে। সেই দিক থেকে শিক্ষানগরী রাজশাহীর চেয়ে আমরা নাটোরবাসি এগিয়ে আছি বলে মনে করছেন এই শিক্ষানুরাগি ।

নাটোর আল-মাদ্রাসাতুল জামহুরিয়াল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আখতার হোসেন বলেন, চলনবিল অধ্যশিত নাটোর জেলা। এ জেলা কৃষিতে ভরপুর অনেক আগেই একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এর দরকার ছিল। দেরিতে হলেও আমরা নাটোরবাসি পেয়েছি এর পেছনে যারা শ্রম দিছেন তাদের জন্য দোয়া করি। সেই সাথে দ্রুততম সময়ে এর বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বর্তমার সরকার কৃষি বান্ধব সরকার। নাটোর শিল্প ভিত্তিক না হলেও কৃষি ভিত্তিক জেলা। সেই দিক বিবেচোনা করেই আমরা নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি করেছিলাম প্রধানমন্ত্রীর কাছে। আজ আমার এবং জনগণের অনুভূতি অনেক ভালো। কেন না, নাটোরে এ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। আর লেখাপড়ার মান অনেক বেড়ে যাবে। আমরা অত্যন্ত খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে ওয়াজেদ মিয়ার জন্ম। প্রয়াত আবদুল কাদের মিয়া ও ময়জান নেছার সন্তান ওয়াজেদ মিয়া ‘সুধা মিয়া’ নামেই বেশি পরিচিত ছিলেন।

ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন।১৯৬৭ সালে তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দিয়ে চাকরি জীবন শুরু করেন। পরে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি।

[ad_2]

পাহাড়ের পাদদেশে জুমের ধান, হলুদ, আদার চাষাবাদ

[ad_1]

শফিউল আলম, রাউজান

রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের বৃন্দাবনপুর, বৃকবানুপুর, বানারস এলাকায় রয়েছে উপজাতীয় সম্প্রদায়ের বসবাস। উপজাতীয় সম্প্রদায়ের নারী ও পুরুষ সকলেই কৃষিকাজ, গবাদী পশুপালন, ধান ক্ষেত, হলুদ, আদা, ওলকচু, মারফা, বরবটি, কাকরোল ক্ষেতের চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। সরেজমিনে পরিদশর্নকালে দেখা যায় বৃন্দাবনপুর, বৃকবানুপুর এলাকায় উঁচু পাহাড়ের পাদদেশে উপজাতীয় সম্প্রদায়ের নারী পুরুষ মিলে ধানের জুম চাষাবাদ করেছে । জুমের ধানের চারার ফাঁকে ফাঁকে রোপন করেছে হলুদ, আদা, বরবটি, মারফা, মিষ্টি কুমড়া। চৈত্র মাসে পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে কোদাল দিয়ে মাটি কুপিয়ে পাহাড়ের পাদদেশের স্থান চাষাবাদের উপযোগী করে তুলে উপজাতীয় সম্প্রদায়ের মারমা কৃষকরা। পাহাড়ের পাদদেশে গছা মেরে নতুবা দা দিয়ে ছোট ছোট গর্ত খনন করে ধানের বীজ বপন করেন। সারি সারি জুমের ধানের ফাঁকে ফাঁকে রোপণ করেন আদা ও হলুদ। জুমের ধানের চারা বেড়ে উঠার পর এই পাহাড়ি জমিতে বরবটি, মারফাসহ সবজি ক্ষেতের চাষাবাদ করেন মারমা জনগোষ্ঠিরা। রাউজানের পাহাড়ি এলাকার বসবাসকারী মারমা উপজাতীয়রা নারী পুরুষ মিলে গবাদী পশু পালন করেন। নিজেরা চাষাবাদ করা ছাড়াও বাইরে দিনমজুরের কাজ করেন মারমা জনগোষ্ঠিরা। বৃন্দাবনপুর এলাকায় পাহাড়ে বসবাসকারী উমু মং মারমা বলেন, পাহাড়ের পাদদেশে ৮০ শতক জমিতে ধানের জুম চাষাবাদ করেছি। জুমের ধানের ফাঁকে ফাঁকে হলুদ ও আদা ক্ষেতের চাষাবাদ করেছি। ৮০ শতক জমিতে ধান,হলুদ ও আদার চাষাবাদ করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা । আশ্বিন মাসে জুমের ধান পাকার পর ধান কেটে ঘরে তুলবো। শীতের মৌসুমে হলুদ ও আদা তুলে বিক্রয় করে খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকা আয় করতে পারবো বলে আশা করছি। চাষাবাদ ছাড়াও আমি ও আমার স্ত্রী মিলে গবাদী পশু পালন করি। চাষাবাদ ও গবাদি পশু পালন করে পরিবারের ব্যয় ভার বহন করছি। আমার চার মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। এক মেয়ে বিয়ে দিয়েছি। অন্য তিন মেয়ে ও ছেলে সন্তান স্কুলে লেখাপড়া করছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু আক্রান্তরা কেন ডাবের পানি পান করবেন?
পরবর্তী নিবন্ধচবির প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার মারধর-চাঁদা দাবি

[ad_2]