পারভেজ হত্যার প্রতিবাদ জাবি ছাত্রদলের

- Update Time : ০৭:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১০২ Time View
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন করেন তারা। এতে শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় একাধিক নেতাকর্মী বক্তব্য দেন।
এসময়, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল বলেন, ‘বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্য দিবালোকে কতিপয় সন্ত্রাসী লাঠিপেটা করে ও ছুরিকাঘাতের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করেছে। অতীতে ছাত্রলীগ বিশ্বজিৎ হত্যাসহ বিরোধী মতের ওপর যেভাবে হামলা, দমন, নিপীড়ন চালাতো ঠিক একই কায়দায় পরিকল্পিতভাবে পারভেজকে হত্যা করা হয়েছে। এদের অনেকেই ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতা। তারা দেশকে চাঁদাবাজি, লুঠতরাজ ও হত্যার মাধ্যমে অস্থিতিশীল করতে চায়। আমরা অন্তবর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, অনতিবিলম্বে পারভেজ হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করুন। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। নতুবা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।’
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে, হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।’