বন্যার্তদের পাশে না’গঞ্জের তরুন শিক্ষার্থীরা

biplobibangladesh.com

বাংলাদেশের প্রায় ১১ টি জেলা বন্যাকবলিত। এমন সময় বন্যা যখন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতন হয়েছে। রাষ্ট্র তার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনি। কিন্তু বাংলাদেশ মানুষ এই পরিস্থিতিতে সংবদ্ধ হয়ে বন্যাকবলিতদের জন্য এগিয়ে এসেছেন। যে কোনো দুর্যোগে দেশের অপ্রতিরোধ্য শিক্ষার্থীরা যে মানুষের পাশে দাঁড়ায় এবং এমনটি এ দেশের অন্যতম সৌন্দর্য বসে নেই শিক্ষার্থীরা। বন্যা পরিস্থিতিতে দেশে ও দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তেমনি এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জে বসবাসরত বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয় পড়–য়া তরুন শিক্ষার্থীরা। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ফান্ড সংগ্রহ করেছে তারা। সর্বশেষ তথ্যমতে প্রায় দেড় লক্ষাধিকটাকার ফান্ড সংগ্রহ করে লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জের বন্যাকবলিত গ্রামের প্রায় ১০০ পরিবারে ত্রান সহায়তা প্রদান করেন তারা।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক  সাজ্জাদ হোসেন বলেন, আমরা সারাদিন বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী ও ফান্ড কালেক্ট করছি। তারপর সারারাত প্যাকেজিং করে সকালে ট্রাকে করে বন্যার্তদের কাছে তা পাঠিয়ে দিচ্ছি। এখনো আমাদের কাছে অনেক ত্রাণ আসতেছে, আমরা যথাসম্ভব দ্রুত সব ত্রাণই জায়গামতো পাঠানোর চেষ্টা করছি।

Share This Article
Leave a comment