[ad_1]
রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা হতে ৮৯ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল ১৯ আগস্ট বিকাল ৩ টায় দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় র্যাব-১০ এই অভিযান চালান। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোঃ রানা মোল্লা (২২) ও মোঃ সোহানুর রহমান সোহান (২৭)।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
[ad_2]