[ad_1]
সেভ দ্য রোড-এর দাবি মেনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের দেয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সেভ দ্য রোড-এর সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন “ ২০০৮ সালের ১৪ আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ৭ দফা দাবি নিয়ে কাজ করছি আমরা। ৭ দফার অন্যতম ছিলো নিহতর পরিবারকে ১০ লাখ ও আহতদের পরিবারকে কমপক্ষে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।”
সেই দাবি মেনে সরকার বলেছে- সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেভ দ্য রোড নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আগামীতে তা ১০ লাখ টাকা করারও দাবি জানানসংগঠনের নেতৃবৃন্দ।
[ad_2]