Wednesday, March 12, 2025
27 C
Dhaka
Home Blog Page 4

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক বসাল ভারত

0

[ad_1]

সুপ্রভাত ডেস্ক »

অভ্যন্তরীণ বাজারে দাম বাড়তে থাকায় পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত; যা ঘোষণার পর থেকেই কার্যকর হবে। গতকাল শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে রয়টার্স। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে রপ্তানি নিরুৎসাহিত করতে বাড়তি এ শুল্ক আরোপের পথে হাঁটল প্রতিবেশী দেশটি।

রয়টার্স লিখেছে, দেশটিতে মূল্যস্ফীতি বাড়তে থাকায় পেঁয়াজ, টমেটোসহ বেশি ব্যবহার হয় এমন প্রায় সব ধরনের সবজির দাম বাড়ছে। গত কয়েক মাসে এসব সবজির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। গত জুলাইতে দেশটিতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৪ শতাংশ হয়েছে, যা ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আগের মাসে এ হার ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। খবর বিডিনিউজের।

অগাস্টের বড় সময়জুড়ে বৃষ্টি না হওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে দেশটিতে। সবজি উৎপাদনেও এর প্রভাব পড়ছে। এতে দাম বাড়ছে সব ধরনের সবজির।

অন্যদিকে ভালো মানের পেঁয়াজ হয় এমন কিছু এলাকায় জুলাইয়ে বন্যার কারণে ক্ষতির মুখে পড়েছে রান্নার নিত্য ব্যবহারের এ পণ্য বলে বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা।

অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত থেকে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ পেঁয়াজ আমদানি করে থাকে। তবে নিজেদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখাই শুল্ক বাড়ানোর কারণ বলে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বাংলাদেশের পেঁয়াজ আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা গত সপ্তাহে বলেছেন, ভারতীয় ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন, সে দেশের ভেলেরো সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় এবং সেগুলোর জাতও ভালো। এবার ওই এলাকায় বন্যা হওয়ায় তাদের পেঁয়াজের মজুদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে ভারতের বাজারে।

নিজ দেশের সংকট এড়াতে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে পারে বলেও সেসময় দেশটির ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারার কথা বিডিনিউজকে জানিয়েছিলেন মিরপুর শাহ স্মৃতি মার্কেটের পাইকারি ব্যবসায়ী মোস্তফা কামাল।

ভারতের নিজেদের বাজারে সংকটের কারণে রপ্তানি কমানো হচ্ছে জানিয়ে গত ১২ অগাস্ট ঢাকার শ্যামবাজার কৃষিপণ্য আড়তদার সমিতির সভাপতি হাজি মো. সাহিদ বলেছিলেন, ‘ভারত থেকে পেঁয়াজ পাঠানোর গতি অনেক কমে গেছে। যত দ্রুত পারা যায় ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছি আমরা। কিন্তু ব্যাংকগুলো ডলার সংকটের কারণে এলসি দিতে পারছে না।’

সরবরাহ সংকটে বাংলাদেশেও পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয় মৌসুম শেষ না হতেই। লাফিয়ে লাফিয়ে কয়েক দিনের ব্যবধানেই পেঁয়াজের দামে সেঞ্চুরি হয়। তখন দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৪ জুন পেয়াজ আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

ভারত থেকে তখন পেঁয়াজ আসা শুরু হল দাম পড়তে থাকে। তবে গত সপ্তাহ থেকে আমদানিতে গতি কমলে আবার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

[ad_2]

বুকে অনেক কষ্ট, তবুও ছেলেকে আর ফেরত চাই না

0

[ad_1]

মাদারীপুর প্রতিনিধি
চীন থেকে পড়ালেখা শেষ করে বাংলাদেশে এসে মা-বাবার সঙ্গে ছয় দিন ছিলেন প্রকৌশলী মেহেদী হাসান ওরফে মুন্না (২৩)। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে মেহেদীকে মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানায় থেকে গ্রেপ্তারের ঘটনায় হতবাক তার পরিবার ও এলাকার লোকজন। এলাকার কোন লোকজন বিশ্বাসই করতে পারছেন না মেধাবী ছাত্রটি জঙ্গি দলের সদস্য।

মেহেদীর বাবা রেজাউল করিম মাদারীপুর সদর উপজেলার পূর্ব চিড়াইপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের গাড়ি চালক। চাকরির সুবিধার্থে রেজাউল করিম তার স্ত্রী দিনারা মমতাজকে সঙ্গে নিয়ে থাকেন শহরের ইটেরপুল এলাকায়। এ দম্পতির দুই ছেলের মধ্যে বড় ছেলে মেহেদী হাসান। ছোট ছেলে ঢাকার বাংলা কলেজে ¯স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বড় ছেলে মেহেদী হাসানের এমন দেশবিরোধী কান্ড দিশেহারা-রেজাউল মমতাজ দম্পতি। তারা দুজনই তাদের সন্তানকে আর ফেরাতে চান না। বৃহস্পতিবার সকালে সরেজমিনে শহরের ইটেরপুল এলাকায় রেজাউল করিমের বাড়িতে গিয়ে দেখা যায়, মেহেদীর মা দিনারা মমতাজ ঘরে শয্যাশায়ী। বাবা সোফায় বসে দুশ্চিন্তায় মগ্ন। তাদের ছোট্ট ঘরে চারিপাশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেহেদীর শিক্ষা জীবনের সাফল্যের সব স্মৃতি। ছেলে মেহেদীর কথা জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙ্গে পড়েন মা দিনারা মমতাজ। বলতে থাকেন তাদের কষ্টের হাজারো কথা।
মেহেদীর মা দিনারা মমতাজ বলেন, ‘আমার ছেলেটা চীন থেকে দেশে আসছে, বিয়া করামু। মেয়েও দেখেছি। কত স্বপ্ন আর আশা ছিল বুকে। সব শ্যাস হইয়া গেলো। ও যে কাজটা করেছে, তার জন্যে কারো কাছে মুখ দেখানোর জায়গা নাই। আমার ছেলেডা আমাদের অপরাধী বানাইয়া দিছে। হায় আল্লাহ্, এমন ছেলে যেন আর কোন মায়ের পেটে জন্ম না হয়।’
মেহেদীর পরিবার সূত্র জানায়, রেজাউল করিম চাকরি জীবনের বড় একটি সময় কেটেছে ঢাকায়। তার বড় ছেলে মেহেদী হাসানের জন্মস্থানও ঢাকায়। এ কারণে মেহেদীর ঢাকায় বেড়ে ওঠা। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেন ঢাকায়। ২০১৫ সালে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ নিয়ে পাশ করেন। পরে ২০১৭ সালে ঢাকা ইমপিরিয়াল কলেজ থেকে জিপিএ- ৪ দশমিক ৯২ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর স্কালারশিপ নিয়ে চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে চলতি বছরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভালো ফল নিয়ে স্নাতক পাস করেন। পড়ালেখা শেষে গত ৬ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন মেহেদী। বিমানবন্দর থেকে নেমে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে খিলগাঁও যান। সেখান থেকে মেহেদীর কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে চলে যান পাবনা। পরে গত ১১ জুলাই মেহেদী তার নিজ এলাকা মাদারীপুরে তার মা-বাবার কাছে আসেন। পাঁচদিন মেহেদী তার মা-বাবার সঙ্গে কাটালেও হঠাৎ ১৭ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর ঢাকাসহ নানা স্থানে খোঁজখবর নেওয়া হলেও মেহেদীর বাবা তার ছেলের কোন সন্ধান পায়নি। একপার্যায় ছেলের সন্ধান চেয়ে ১০ আগস্ট মাদারীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন রেজাউল করিম।

ছেলে মেহেদী হাসানের জঙ্গি দলের সদস্য হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তারের খবরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন রেজাউল করিম। আক্ষেপ আর হতাশা নিয়ে তিনি বলেন, ‘অল্প টাকার বেতনে চাকরি করি। নিজের রক্ত পানি কইয়া বড় ছেলেডারে মানুষ করতে চেষ্টা করেছি। বড় ছেলেডা পড়ালেখা ভালো দেইখা, রাতদিন পরিশ্রম করে আয় করতাম। চীনে পাঠাইছি, পড়ালেখা শেষ কইরা দেশে আইসা ভালো চাকরি পাবে, আমাগো কষ্ট দূর হইবে। এমন কত আশা ছিল ওরে নিয়া। সব শ্যাষ কইরা দিলো।’

রেজাউল করিম বলেন, ‘ছেলের সাফল্যে প্রতিটি বাবা গর্ব করে। আমার ছেলে যখন ভালো রেজাল্ট করতো তখন সবাই ওর প্রশংসা করতো। আমিও তখন আমার ছেলের জন্য গর্ববোধ করতাম। আনন্দে চোখ পানি ফেলতাম। আর এখন আমার ছেলেকে আমি মৃত মনে করি। যে ছেলে দেশের জন্য ক্ষতিকর, খারাপ পথে চলে যায় তাকে আর ফিরাতে চাই না। আইন ওর সর্বোচ্চ শাস্তি দেক, সেটাই চাই।’
উল্লেখ্য, গত শনিবার (১২ আগস্ট) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিভি) ইউনিট ৬ নারীসহ ১০ জনকে আটক করে। তাঁদের সঙ্গে তিন শিশুও রয়েছে। এই ১৩ জনের মধ্যে প্রকৌশলী মেহেদী হাসান একজন। তাঁরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে সিটিটিসি। এ ঘটনার পর গত সোমবার একই এলাকা থেকে জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করে পুলিশেসোপর্দ করেন স্থানীয় জনতা।

 

 

[ad_2]

বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ মুদ্রা

0

[ad_1]

সুপ্রভাত ডেস্ক

বিশ্বের শক্তিশালী ও প্রভাবশালী মুদ্রাগুলো প্রায় সকলের কাছেই কমবেশি পরিচিত। কিন্তু সবচেয়ে দুর্বল মুদ্রাগুলো বেশিরভাগের কাছেই অজানা।
ব্রিটেনের পাউন্ড, সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক কিংবা মার্কিন ডলার ঐ দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ও শক্তিমত্তার প্রতীক। আবার যখন বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার প্রসঙ্গ আসে, তখন সেই মুদ্রার দেশগুলোতে বিরাজমান অস্থিতিশীলতা ও সার্বিকভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতির বিষয়গুলো সামনে চলে আসে।
মুদ্রার মূল্যমান সর্বদা পরিবর্তন হতে থাকে। সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ মুদ্রার র‍্যাংকিং করার ক্ষেত্রে গত ১৭ জুলাই, ২০২৩ তারিখের মূল্যমানকে নির্দিষ্ট করে ধরা হয়েছে। একইসাথে মূল্যমান বিচারের ক্ষেত্রে মার্কিন ডলারের সাথে ঐ নির্দিষ্ট মুদ্রাকে তুলনা করা হয়েছে।
রিয়াল (ইরান) : বর্তমানে ৪২,২৬২.৫ ইরানিয়ান রিয়ালের মূল্যমান ১ মার্কিন ডলার। এটিই ডলারের বিপরীতে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। মুদ্রার এ অবমূল্যায়নের কারণ হিসেবে দেশটির রাজনৈতিক অস্থিরতা, ইরাক-ইরান যুদ্ধের প্রভাব ও মার্কিন বিরোধিতার মুখে নিউক্লিয়ার প্রোগ্রাম চালিয়ে যাওয়ার মতো ফ্যাক্টরগুলো মোটাদাগে জড়িত।
ডং (ভিয়েতনাম) : বর্তমানে ভিয়েমনামের ২৩,৬৩৭ ডং এর মূল্যমান ১ ডলার। ১৯৭৮ সাল থেকে দেশটিতে এই মুদ্রা চালু রয়েছে। ঐতিহাসিকভাবেই দেশটি কেন্দ্রীভূত অর্থনীতির অধীনে পরিচালিত হয়েছে। একইসাথে ভিয়েতনামে বাজার অর্থনীতি প্রতিষ্ঠার জন্য বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রয়োজন আরও সমুন্নত উদ্যোগ। সম্প্রতি দেশটির মুদ্রার উল্লেখযোগ্য হারে অবমূল্যায়ন হয়েছে।
লিওনি (সিয়েরা লিওন) : বর্তমানে সিয়েরা লিওনের ১৯,৮৭৪ লিওনির মূল্যমান ১ ডলার। আফ্রিকা মহাদেশের দেশটিতে রয়েছে তীব্র দারিদ্র্যতা। এছাড়াও ঐতিহাসিকভাবে দেশটি দুর্নীতি ও গৃহযুদ্ধসহ নানা সমস্যায় জর্জরিত। যার ফলে সিয়েরা লিওনের মুদ্রার মান এবং সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক।
কিপ (লাওস) : লাওসের ১৯,১৩২.১০ কিপের মূল্যমান ১ ডলার। ১৯৫২ সালে দেশটির প্রতিষ্ঠার পর থেকে কিপের মূল্যমান অপেক্ষাকৃত কমই ছিল। তবে আশার বিষয় হচ্ছে, মুদ্রাটির মূল্যমান সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
রুপিয়াহ (ইন্দোনেশিয়া) : বর্তমানে ১৫,০০০ ইন্দোনেশিয়ান রুপির মূল্যমান ১ ডলার। গত সাত বছরেও মুদ্রাটির মূল্যমান বৃদ্ধি পায়নি। এক্ষেত্রে অবশ্য বহু ফ্যাক্টর জড়িত। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, মুদ্রার মান ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অসামঞ্জস্যতাকে এক্ষেত্রে মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়।
সোম (উজবেকিস্তান) : বর্তমানে ১১,৪৪২.৪২ উজবেকেস্তানি সোমের মূল্যমান ১ ডলার। মূলত দেশটির অর্থনীতি দুর্বল হওয়ার কারণে মুদ্রার মানও বেশ কম। করোনা মহামারীর কারণে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসাথে বর্তমানে উজবেকিস্তানের শিল্পে উৎপাদন কমে যাওয়ায় মুদ্রা সোমের ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফ্রাঙ্ক (গায়ানা) : বর্তমানে গায়ানার ৮,৫৬৩.০৪ ফ্রাঙ্কের মূল্যমান ১ ডলার। এটি গায়ানার অফিসিয়াল মুদ্রা। দেশটিতে বিদ্যমান ব্যাপক দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণেই মুদ্রার এ অবমূল্যায়ন। একইসাথে আশঙ্কার বিষয় এই যে, বছরের পর বছর দেশটির মুদ্রার মান কমছেই।
গুয়রানি (প্যারাগুয়ে) : বর্তমানে প্যারাগুয়ের ৭,২৪২.৮৪ গুয়রানির মূল্যমান ১ ডলার। দেশটিতে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি ও ব্যাপকহারে বেকারত্ব। আর এসকল ফ্যাক্টরই দেশটির মুদ্রার অবমূল্যায়নের জন্য দায়ী।
শিলিং (উগান্ডা) : বর্তমানে উগান্ডার ৩,৬৬৯.৬৯ শিলিং এর মূল্যমান ১ ডলার। ১৯৬৬ সালে দেশটিতে ইস্ট আফ্রিকান শিলিং এর পরিবর্তে উগান্ডান শিলিং এর ব্যবহার শুরু হয়। মূলত স্বৈরশাসক ইদি আমিনের দীর্ঘ শাসনামলে উগান্ডার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মুদ্রা শিলিং এর মূল্যমান কিছুটা বৃদ্ধি পেয়েছে।
দিনার (ইরাক) : বর্তমানে ১,৩০৯ ইরাকি দিনারের মূল্যমান ১ ডলার। ইরাকের এ মুদ্রাটি মূলত দেশটির কেন্দ্রীয় ব্যাংক ছাপিয়ে থাকে। বর্তমানে দেশটিতে তীব্র মূল্যস্ফীতি বিরাজ করছে। একইসাথে বহু বছর ধরে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি দেশটির মুদ্রার অবমূল্যায়নের কারণ।
বিশ্বের সবচেয়ে সস্তা ১০ মুদ্রার দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায় যে, সার্বিকভাবে রাজনৈতিক অস্থিরতা, বাজার অর্থনীতিতে রূপান্তর, মূল্যস্ফীতির বৃদ্ধি, কোভিড মহামারীসহ নানা বিষয় মুদ্রার অবমূল্যায়নের জন্য দায়ী। এক্ষেত্রে পরিকল্পিত ও কার্যকরী উদ্যোগ গ্রহণে ডলারের বিপরীতে দেশগুলোর মুদ্রার মান বৃদ্ধি পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে: ফারিণ
পরবর্তী নিবন্ধখালি পেটে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা

[ad_2]

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিক্স ও সিরাপসহ ০২ জনকে আটক করেছে কোস্ট গার্ড

0

[ad_1]

বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট  থেকে ঢাকাগামী সন্দেহজনক পাথর বোঝাই ০১ টি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয় কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে থাকে, এসময় কোস্ট গার্ড সদস্যগণ ট্রাকটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমান শাড়ি-কাপড়, শ্যাম্পু, ক্রিম (সানরাইস) এবং সিরাপ সহ ০২ জন ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স এর পরিমান সর্বমোট ৯,২২১ পিস (শাড়ি ২৯৯১ পিস, লেহেঙ্গা ৭০ পিস, শ্যাম্পু ১২০ পিস, ক্রিম ৫,০০০ পিস এবং সিরাপ ১০৪০ পিস)।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

[ad_2]

চিনি ছাড়াই রবিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

0

[ad_1]

প্রভাত ডেস্ক

ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (১৩ আগস্ট) থেকে মাসিক কর্মসূচির অংশ হিসেবেই ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন ক্রেতারা। তবে এবারই প্রথম টিসিবির পণ্যে থাকছে না চিনি। শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। টিসিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান।
জুলাই থেকে ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদফতরের ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। শোকাবহ আগস্ট-২৩ মাসের বিক্রয় কার্যক্রম রবিবার থেকে ঢাকা মহানগরীসহ সারা দেশে শুরু হচ্ছে। খবর বাংলা ট্রিবিউন।
অন্যদিকে, গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে ওএমএসের চাল পাচ্ছেন কার্ডধারীরা। তবে আগস্টের বিক্রি কার্যক্রমে থাকছে না চিনি। প্রতি কেজি ৩০ টাকা দরে টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে কার্ডধারী পরিবার পাঁচ কেজি করে চাল পাবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন। এছাড়াও চালের সঙ্গে একজন ক্রেতা ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধকেন এশিয়া কাপের দলে তানজিদ তামিম?
পরবর্তী নিবন্ধফটিকছড়ি থেকে অপহৃত কিশোরী উদ্ধার

[ad_2]

sdf

0

[ad_1]

asdf

[ad_2]

আবারও অস্থির ডিমের বাজার | Suprobhat Bangladesh

0

[ad_1]

নিজস্ব প্রতিবেদক »

গত এক বছরের ব্যবধানে চারবার বাজার অস্থিরতা সৃষ্টি করে পঞ্চম বারের মতো আবারো ডাবল সেঞ্চুরিতে ডিমের বাজার। কেন বা কী কারণে এ অস্থিরতা জানেন না খোদ ব্যবসায়ীরাও। একেক ব্যবসায়ীদের মতামতও ভিন্ন। হঠাৎ ডিমের অস্বাভাবিক দামে ক্রেতারা দুষছেন খুচরা বিক্রেতাদের, আর খুচরা বিক্রেতারা দুষছেন পাইকার ও উৎপাদক সিন্ডিকেটদের কারসাজিকে। বাজার তদারকি প্রতিষ্ঠানের অভিযানেও ভাঙতে পারছে না অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বাণিজ্য।

গতকাল ডিমের আড়ত, পাইকার ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাড়া-মহল্লার দোকানগুলোতে প্রতি ডজন লেয়ার মুরগির (লাল) ডিমের দাম এখন ১৮০-১৯০ টাকা, তাছাড়া উৎপাদক থেকে পাইকারদের কেনা পড়েছে ১৬৫-১৭০ টাকা। তাছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডাবল সেঞ্চুরিতে। প্রতি ডজন ২০০ থেকে ২১০ টাকা বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, গত এক মাসের ব্যবধানে লেয়ার মুরগির ডিমের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ ও এক বছরের ব্যবধানে ২২ শতাংশ। তবে খুচরা বাজারগুলোতে তার চেয়ে কয়েকগুণ বেশি দরে বিক্রি হয়েছে ডিম। গত বছর এ দিনে ডিম বিক্রি করা হয়েছিল ডজন ১৩০-১৩৫ টাকা। যা একই বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দুই দফা বেড়ে ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে যায়। আর চলতি বছর মার্চ থেকে জুন পর্যন্ত দুইবার চড়া হয় ডিমের এ বাজার। এবার চলতি বছরের আগস্টে এসে পঞ্চম বারের উত্তাপ ছড়াচ্ছে ডিমের বাজার।

ক্রেতারা অভিযোগ করে বলেন, মুরগির খাবার, বিদ্যুৎ, পরিবহন খরচ বেড়েছে বলে ব্যবসায়ীরা যেসব ইস্যু বের করে দাম বাড়াচ্ছে, প্রকৃতপক্ষে এসব ব্যবসায়ীদের কৌশল। কারণ যে ডিম গ্রামে উৎপাদন হচ্ছে, তার জন্য বাড়তি কোন খরচ নেই।

ক্রেতাদের সাথে খুচরা ব্যবসায়ীরাও দুষছেন পাইকার ও আড়তদারদের সিন্ডিকেট বাণিজ্যকে। এতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা।

বকসিরহাটের ডিম ব্যবসায়ী মো. আলমগীর বলেন, ‘গত কয়েকদিন ধরে আড়তদারেরা আমাদের থেকে ডিমের দাম বাড়তি নিচ্ছেন। ফলে ডিম বিক্রি করতে গিয়ে ক্রেতাদের সাথে তর্ক করতে হচ্ছে। হঠাৎ ডিমের এমন ঊর্ধ্বগতির কারণে ভোগান্তির শিকার ক্রেতারা।’

তিনি বলেন, ডিম ব্যবসায়ীরা আমাদের জানান টাঙ্গাইল থেকে উৎপাদকদের থেকে কেনাতে বেশি দাম পড়ছে।’

ডিমের দাম হঠাৎ বাড়ার বিষয়ে জানতে পাহাড়তলী বাজারের আড়তদার জাহিন ষ্টোরের স্বত্বাধিকারী আবু বক্কর জসিম বলেন, ‘বন্যার পানির কারণে উত্তর বঙ্গের যেসব স্থান থেকে ডিম আনা হয়, সেখানে গাড়ি ঢুকে না। যার ফলে ডিমের দাম বেড়ে যায়। এতদিন হাজারে ১২৮০ থেকে ১২৯০ টাকায় বিক্রি হলেও আজকে ১২৫০ টাকা বিক্রি করছি। পানি কমে গেলে ডিমের দাম কমে যাবে। কিছু করার নেই। উৎপাদকরা বাড়াচ্ছে।’

এদিকে উৎপাদন সংশ্লিষ্টরা বলছেন, ‘এতদিন পোল্ট্রি ও ডিমের চাহিদা কম ছিল। যার ফলে পোল্ট্রির সাথে যুক্ত খরচাদি মেটাতে উৎপাদকরা বড় লোকসানে পড়েছে। কারণ ফিডের দাম বৃদ্ধিসহ উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী ডিম ‍ও মুরগির দাম পায়নি খামারিরা। যে কারণে স্থায়ীভাবেই গত তিন বছরে ৪০ হাজারের মতো লেয়ার ফার্ম ও ৩০ হাজারের বেশি ব্রয়লার ফার্ম বন্ধ হয়ে গেছে। এ কারণে চাহিদার তুলনায় উৎপাদন কমে গেছে। এছাড়া গত কিছুদিনের ব্যাপক গরম ও প্রচ- লোডশেডিংয়ে মুরগির মৃত্যুর হার বেড়েছে। এটাও উৎপাদনে ব্যাঘাত ঘটিয়েছে। ফলে সবকিছু সমন্বয় করে পোল্ট্রির বাজারে দর নিয়ন্ত্রণে রাখতে হিমসিম খেতে হচ্ছে উৎপাদকদের।’

এদিকে ডিমের দাম অস্বাভাবিক বাড়ার কারনে বাজার তদারকিতে মাঠে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার সকালে পাহাড়তলী ডিমের আড়তে এক অভিযানে মূল্য তালিকা, ভাউচার সংরক্ষণ না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

প্রতিষ্ঠানটির জেলা সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘বাজারের অস্থিরতা ঠেকাতে ভোক্তা অধিকার মাঠে আছে। আজো আমরা অভিযান পরিচালনা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।’

[ad_2]

বঙ্গবন্ধুর কারনেই স্বাধীনভাবে কথা বলতে পারিঃ আতাউর রহমান মানিক

0

[ad_1]

মোরশেদ আলম,সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধি:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি,নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি, এফবিসিসিআই এর পরিচালক আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালির মুক্তির দিশারি ছিলেন। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারনেই বাংলাদেশ নতুন করে সোনালী স্বপ্ন দেখেছিল। বঙ্গবন্ধুর কারনেই আজকে স্বাধীনভাবে গর্ব করে আমরা কথা বলতে পারি।
বুধবার (১৬ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী সেনবাগ উপজেলা মিলনায়তনে তৃণমূল আ.লীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিঁনি।
জাতির জনক আমাদের স্বাধীনতা দিয়েছিল। বঙ্গবন্ধু কখনো জানতেন না যাদের তিঁনি ভালোবাসতেন তারা সেই ভালোবাসার বদলে মীরজাফরের মতো নিমকহারামি করে তাঁকে হত্যা করবে। তিঁনি কখনো বিশ্বাস করতেন না এ বাঙালী তাকে হত্যা করতে পারে। বঙ্গবন্ধুকে পিছনে কিংবা রুমের ভিতরে গুলি করে হত্যা করা হয়নি। উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করা হয়েছে। কারন,তিনি জানতেন সেদিন তার বাসায় যারা এসেছিল তারা তাকে ভালোবাসে,তারা বাঙ্গালী, তারা জাতির জনকের ক্ষতি করবে এটা তিনি বিশ্বাস করেনি। নির্মমভাবে সেই কুলাঙ্গাররা তাকে তার বিশ্বাস ভঙ্গ করে হত্যা করেছিল। প্রতিটি ঘরে ঘরে এখনো এমন মীরজাফর আছে। তাদের থেকে প্রতিটি মানুষ ও নেতাকর্মীরা সাবধানে থাকতে হবে।
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী)আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি আতিউর ভুঁইয়া মানিক আরো বলেন,প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার ফলে আজ গ্রাম বাংলার আনাচে কানাচে সড়ক,স্কুল, কলেজসহ প্রতিটি উন্নয়নে দুরন্ত হয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূণরায় আবারও ক্ষমতায় বসাতে হবে। তার উন্নয়নের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই আ.লীগ শক্ত থাকবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে সোনালী স্বপ্নে এগিয়ে যাবে। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে যেই আসুক এ আসনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে। আমরা নৌকার জন্য কাজ করে যাবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তমা গ্রুপের এ চেয়ারম্যান বলেন,তৃণমূল আ.লীগ বুঝতে হবে বঙ্গবন্ধুর রক্ত ঝরিয়ে সেদিন আ.লীগ আর বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি। বঙ্গ কন্যার হাত ধরে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। তৃণমূল আ.লীগ আরো সুসংগঠিত হতে হবে। সেদিন শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করেছিল। অথচ শেখ রাসেল রাজনীতি কী সেটাও বুঝতো না। তারা বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করতে চেয়েছিল। তারা ভেবেছিল বঙ্গবন্ধুর পরিবারকে শেষ করে দিলেই বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যাবে। বঙ্গ কন্যা সেদিন বেঁচে ছিল বলেই আজকে বাংলাদেশ এতো দূর এগিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে তৃণমূল আ.লীগ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
এসময় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী,বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু,আরবি সী ল্যান্ড লি.এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে তৃণমূল আ.লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

[ad_2]

গলাচিপার পানপট্টি ইউনিয়ন আ’লীগের আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

0

[ad_1]

মোঃ জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা প্রতিনিধি:
গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন আ’লীগের আয়োজনে ১৭ই আগস্ট বুধবার বিকেল ৪ টায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পানপট্টি ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ শামিমুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১১৩(৩) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজী মোঃ মুজিবুর রহমান, আজিজুর রহমান বাবুল ভূইয়া, রেজাউল করিম হাং, জেলা পরিষদের সদস্য ও আ’লীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাবেক বিজিবির প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেন ,আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর আ’লীগের সভাপতি আবিদ হাসান রুবেল, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার তালুকদার, তথ্য ও যোগাযোগ সম্পাদক আ.স.ম জাওয়াদ সুজন, উপজেলা আ’লীগের সদস্য এ্যাডঃ ফখরুল ইসলাম মুকুল, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃমাসুদ রানা ও ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ কামাল হোসেন, সোয়েব সাদিক সজীব সাংগঠনিক সম্পাদক পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগ সহ আ’লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন পানপট্টি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রুজবেল্ট মিয়া। আলোচনা ও দোয়া মোনাজাত শেষে গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়।

[ad_2]

জাতীয় শোক দিবসে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

[ad_1]

এস.এম.নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবে মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা মানিকগঞ্জ শাখার সভাপতি আবুল হোসেন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তজুমুদ্দিন সরকার, শিকদার শামীম আল মামুন, এসময়, কোষাধ্যক্ষ বাবুল আহমেদ, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান সেন্টু, সদস্য মুরাদ খান, আরিফুর রহমান অরিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিশেষ ভাবে দোয়া করা হয়।

[ad_2]

বাগেরহাটে জাতীয় শোক দিবস পালিত

0

[ad_1]

এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি: 
বাগেরহাটে নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৮ টায় বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলরোড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে দিবসটি উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়াও বাগেরহাট জেলা পুলিশ, বাগেরহাট প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, বাগেরহাট জেলা ছাত্রলীগ, জেলা তাঁতী লীগসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক—সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হাফিজ আল আসাদ, বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শোক দিবসের দিনে সূযোর্দয়ের সাথে—সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পবিত্র কোরআন খতম, সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সকল মন্দির—গিজার্ ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও খাবার বিতরণ করা হয়।

 

[ad_2]

১১ দিনে প্রবাসীরা পাঠালেন ৬৯ কোটি মার্কিন ডলার

0

[ad_1]

সুপ্রভাত ডেস্ক

চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম ১১ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এতে দৈনিক রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৩১ লাখ মার্কিন ডলার (টাকার হিসাবে ৬৯০ কোটি)। এটি গত মাসের তুলনায় সামান্য কম।
রবিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ জুলাই মাসে দৈনিক রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার। খবর বাংলা ট্রিবিউন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ১০ লাখ ৮ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) শর্ত অনুযায়ী আন্তর্জাতিক নিয়মে দেশে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২ হাজার ৩২৬ কোটি (২৩ দশমিক ২৬ বিলিয়ন) ডলার। গত ৯ আগস্টের তথ্য অনুযায়ী, দেশের রিজার্ভ আছে ২ হাজার ৯৫৩ কোটি ডলার (২৯ দশমিক ৫৩ বিলিয়ন) ডলার। তবে আইএমএফের শর্ত অনুযায়ী- আন্তর্জাতিক মানদণ্ডের প্রকৃত রিজার্ভে ৬২৭ কোটি ৬১ লাখ ডলার বাদ দেওয়া হয়েছে। সেই প্রকৃত রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারে।

পূর্ববর্তী নিবন্ধরোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর
পরবর্তী নিবন্ধসংগীতশিল্পী মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

[ad_2]