রাজশাহীতে একদিনেই মিলবে ভারতের চিকিৎসা ভিসা

0
25
সহজে ও দ্রুত সময়ের মধ্য রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন। আাগামী রবিবার থেকে ভারতীয় সহকারী হাইকমিশনে আবেদনকারীর কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই তাদের মেডিকেল ভিসা দেওয়া হবে। সহকারী হাইকমিশনার মনোজ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার থেকে যাদের ভিসা আবেদন পেয়েছেন, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাচ্ছেন। এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার বলেন, ‘আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতের যে কোনও ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তার কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার থেকে এ দফতরে কাগজপত্র যাওয়ার পরের কার্যদিবসেই মিলছে মেডিকেল ভিসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here