বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

- Update Time : ০৬:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ২২৮ Time View
মহান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হাসানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তরুন কামরুল দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং পাক বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সফল অভিযান করেন। ২০১৯ সালের ২৩ জানুয়ারী শহরের ইসলামি হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৬ বছর। পেশায় ছিলেন সোনালী ব্যাংক কর্মকর্তা,পাশাপাশি সম্পৃক্ত ছিলেন আওয়ামীলীগের রাজনীতিতেও। তিনি শাহী মসজিদ এলাকার মৃত আবুল কাশেমের বড় ছেলে এবং বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ এবং যুবলীগ নেতা শামসুল হাসানের বড় ভাই।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মেয়ে শারমিন আক্তার ফারিহার উদ্দ্যেগে রুহের মাগফেরাত কামনার্থে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ফযর নামায পর পবিত্র কোরআন তিলোয়াত, বাদ যোহর দোয়ার অনুষ্ঠান ও গরীব ভোজ, বাদ আসর জিকির, কবর জিয়ারত সহ স্মরনসভার আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এ মুক্তিযোদ্ধা পরিবার।