বন্দরের দক্ষিন ঘাড়মোড়ায় মাকসুদের উঠান বৈঠক

biplobibangladesh.com

বন্দর প্রতিনিধিঃ গত শুক্রবার ৩ ই এপ্রিল বিকাল ৪টায় দক্ষিন ঘাড়মোড়া: বালুর মাঠে মোঃ সিফাত সরদার এর সভাপতিত্বে মাকসুদ হোসেনের উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে মাকসুদ হোসেন তার বক্তব্যে বলেন আমি এখানে নির্বাচন করতে নেমেছি কারো নামে বদনাম করতে নয়,এবং কারো হমকি ধমকি কে ভয় পাবেন না কারো রক্ত চক্ষুকে ভয় পাবেন না আমরা নেমেছে নির্বাচন করার জন্য, কারো সাথে যুদ্ধ করার জন্য নয়। আমি নির্বাচনে অংশ নেওয়াতে তাদের আজ ঘুম ভাঙছে। আপনাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন তা না হলে কোনদিন সম্ভব হতো না। তাই আগামী ৮ তারিখ সকালে আপনাদের ফ্যামিলিদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন এবং আমি আবারও বলছি প্রধানমন্ত্রী অবাধ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে তাই আসুন কারো কথায় কান না দিয়ে আমাদের নিজেদের দায়িত্বে পালন করবেন এবং ভোটার দের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। একটি করে আনারস ভোট দিবেন

এ সময় অন্যদের মাঝে আরো বক্তব্য প্রদান করেন অনুপম,আকবর হোসেন,শিপন রানা মহিলানেত্রী আই ভি, নাসির উদ্দিন, চাঁন শিপন ও ইসলাম মিয়া প্রমূখ।

Share This Article
Leave a comment