ময়মনসিংহে শিক্ষা কর্মকর্তার মামলায় শিক্ষকের কারাদন্ড

biplobibangladesh.com

[ad_1]

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে গৌরীপুর উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়েস আল কায়কোবাদ ওরফে লাজুক মাস্টারকে (৪০) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টায় সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি পি) মো. মসিউর রহমান  এ প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন। এর আগে গত ২১ আগস্ট আসামির উপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

পি পি মো. মসিউর রহমান জানান, তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের ছবি বিকৃত করে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য প্রচার করেন। আদালতে ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি লাজুক মাস্টারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, লাজুক উপজেলার ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২০ সালের জানুয়ারি মাসে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের কাছে নিয়ম বহির্ভূতভাবে চারজন শিক্ষকের বদলির সুপারিশ করেন। কিন্তু শিক্ষা অফিসার এতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে লাজুক ও তার সহযোগীরা শিক্ষা কর্মকর্তার ছবি বিকৃত করে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য প্রচার করেন।

এ ঘটনায় ২০২০ সালের ১৯ জানুয়ারি তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন লাজুকসহ তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার রায়ে অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগসহ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- রুমা ও বাপ্পী।

[ad_2]

Share This Article
Leave a comment